শনিবার (১২ ফেব্রুয়ারি) দেশের উত্তরের দুই জেলা পঞ্চগড় ও কুড়িগ্রামের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়েছে। এটা আরও এলাকায় ছড়িয়ে পড়তে পারে। তাছাড়া পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা।
তথ্যমতে, বৃষ্টির পর আকাশ থেকে মেঘ কেটে যাওয়ায় সারা দেশেই তাপমাত্রা কমতে শুরু করেছে। শনিবার দেশের পঞ্চগড়েরর তেতুলিয়া এবং কুড়িগ্রামের রাজারহাট তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে বিরাজ করেছে। এছাড়া রাজশাহী, ঈশ্বরদী, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গার তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যে রেকর্ড হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে তেতুলিয়ায়, ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৪ দশমিক ১, ময়মনসিংহে ১১ দশমিক ৮, চট্টগ্রামে ১৬ দশমিক ৮, সিলেটে ১৩ দশমিক ৪, রাজশাহীতে ১০ দশমিক ২, রংপুরে ১১, খুলনায় ১৩ দশমিক ২ এবং বরিশালে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
এমকে