ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রায় লাখ টাকা ছিনতাই

২২ অগাস্ট ২০২১

বাগেরহাট প্রতিনিধি:

সড়কে হেটে যাওয়ার সময় ধাক্কা মেরে ফেলে দিয়ে বিজিবির এক সাবেক সদস্যের ৭৯ হাজার ৩৮০ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দূর্বৃত্তরা। রোববার দুপুরে বাগেরহাট শহরের কাজী নজরুল ইসলাম সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগীর নাম সেখ আবুল কালাম আজাদ, বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া এলাকার বাসিন্দা তিনি। সেখ আবুল কালাম আজাদ বলেন, সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পুরাতন কোর্ট মসজিদের দিকে যাচ্ছিলাম। নাবিক হোটেলের সামনে পৌঁছালে ইজিবাইক ও রিকশার ক্রসিংয়ের সময় আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। টাকাগুলো হাতে থাকা ব্যাগে ছিল, ব্যাগের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নুরুজ্জামান শেখ/এমকে


মন্তব্য
জেলার খবর