নিজেদের কাছে পাঠানো প্রস্তাবিত ‘জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ পাসের সুপারিশ করেছে বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ বিলটি পাস হলে ১৯৭৬ সালের ‘দ্য ডিলিমিটেশন অব কন্সটিটিউয়েন্সিস অর্ডিনেন্স’ বতিল হবে। রোববার সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশের সিদ্ধান্ত হয়। তার আগে এ বিলের বিষয়ে মতামত জানাতে বিলটির খসড়া এ কমিটির কাছে পাঠানো হয়। ৩ জুলাই জাতীয় সংসদে বিলটি তোলেন আইনমন্ত্রী আনিসুল হক।
জাতীয় সংসদের পঞ্চম সংশোধনী বাতিল সংক্রান্ত হাইকোর্টের আদেশ বাস্তবায়ন ও বাংলায় আইন প্রণয়নে এ বিলের প্রস্তাব করা হয়েছে। এ সংক্রান্ত প্রচলিত আইনে নির্বাচন কমিশনকে বিধি প্রণয়নের ক্ষমতা দেয়া না থাকলেও প্রস্তাবিত আইনে দেয়া হয়েছে। এছাড়া বিদ্যমান আইনের ৮ নম্বর ধারায় নতুনভাবে যুক্ত উপধারায় বলা আছে, ‘দৈব-দুর্বিপাকে বা অন্য কোনও কারণে আঞ্চলিক সীমানা নির্ধারণ করা না গেলে বিদ্যমান সীমানার আলোকে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপরিত শহীদুজ্জামান সরকার। অংশ নেন কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো. শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার, সেলিম আলতাফ জর্জ এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন।