অভিযোগ থাকা ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন

২২ অগাস্ট ২০২১

নানা ধরনের অভিযোগ থাকা ভূমি অফিসগুলোতে ঝটিকা পরিদর্শন (সারপ্রাইজ ভিজিট) পরিচালিত হবে। এ পরিদর্শনের সময় ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের প্রতিনিধিও থাকবে। রোববার ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় এসব কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন-কক্ষে এ সভা হয়।

ভূমিসেবা গ্রহীতাদের কাছ থেকে অভিযোগ পাওয়া  দুঃখজনক উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় পর্যায়ে নানা পদক্ষেপ নেয়ার পরও প্রায়ই অভিযোগ আসছে। দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। দুর্নীতি প্রতিরোধে দেশব্যাপী এ পরিদর্শন বাড়ানোর কথাও জানান তিনি। জানান, মাঠ পর্যায়ের জরিপ অফিসগুলো পরিদর্শনে জেলা প্রশাসক (কালেক্টর) ও বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দিতে মন্ত্রিপরিষদ বিভাগে পত্র পাঠানো হবে।

সভায় সভাপতিত্ব করেন ভূমি সচিব মোস্তাফিজুর রহমান।উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান (ঢাকা), চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি, রাজশাহীর ড. হুমায়ুন কবীর, খুলনার ইসমাইল হোসেন এনডিসি, বরিশালের সাইফুল হাসান বাদল, সিলেটের খলিলুর রহমান, রংপুরের আবদুল ওয়াহাব ভূঞা, ময়মনসিংহের শফিকুর রেজা বিশ্বাস প্রমূখ।

এমকে


মন্তব্য
জেলার খবর