মন্তব্য
তালেবান নেতা খলিলুর রহমান হাক্কানি বলেছেন, আমেরিকা আমাদের দেশে, আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করছিল। কিন্তু আল্লাহ যুদ্ধের গনিমতের মাল হিসেবে মার্কিন অস্ত্র তালেবানকে দিয়েছেন।
হাক্কানি বলেন, আমরা আশরাফ গণি, আমরুল্লাহ সালেহ ও হামদুল্লাহ মোহিবকে ক্ষমা করে দিয়েছি। তালেবানের সঙ্গে এই তিনজনের বিরোধ ছিল শুধু ধর্মের জায়গা থেকে। আমাদের দিক থেকে আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি; আমাদের বিরুদ্ধে লড়াই করা জেনারেল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত।
হাক্কানি আরও বলেন, যারা পালাচ্ছেন তারা ঠিক করছেন না। তাজিক, বালুচ, হাজারা ও পশতুনরা সবাই আমাদের ভাই। সব আফগান আমাদের ভাই। তাই তারা চাইলে দেশে ফিরতে পারে।
জিও টিভি