নতুন রেকর্ড হয়েছে তিনটি সূচকেই।দর বেড়েছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। আর বাজার মূলধন বেড়েছে চার হাজার ৭১৭ কোটি টাকা, সঙ্গে লেনদেন বেড়েছে ৪৮৭ কোটি টাকা। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই ‘র পরিস্থিতি ছিল এমনই। লেনদেন হয় মোট ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২৪৭টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৩৩টির।
তিনটি সূচকের মধ্যে ডিএসইএক্স ৮১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৮৪২ দশমিক ২৩ পয়েন্টে, ডিএসইএস সূচক ১৮ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৭৯ দশমিক ৭২ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ২৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৫১ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করে।মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৫৪ হাজার ৪৩৯ কোটি টাকায়।লেনদেন হয় দুই হাজার ৭০৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ২১৮ কোটি ৮৮ লাখ টাকা।রোববার লেনদেনে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে আজিজ পাইপস লিমিটেড শীর্ষে উঠে আসে ।
এমকে