সাব্বির হোসাইন, রাঙ্গাবালী (পটুয়াখালী):
৯ বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা পটুয়াখালীর রাঙ্গাবালীর বাহেরচর-গহিনখালী খালের ওপর থাকা সেতুটি এখনা সংস্কার করা হয়নি। ফলে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়ে ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন রাঙ্গাবালী ও ছোটবাইশদিয়া ইউনিয়নের বাসিন্দারা। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। ৬৫ মিটার দৈর্ঘ্য ও ২ মিটার চওড়ার সেতুটি ১৯৯০ সালে নির্মাণের পর ২০১২ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এলজিইডি।
স্থানীয়রা জানান, এর আগে সেতুটি দুই-তিনবার ভেঙে যায়।প্রত্যেকবার স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমে সেতুটি মেরামত করে কোনোমতে চলাচল উপযোগী করা হয়। সরেজমিনে দেখা গেছে, সেতুটির বিভিন্ন অংশে গাছের গুঁড়ি পুঁতে তার ওপর কাঠের পাটাতন দেয়া রয়েছে। কোনো কোনো জায়গায় রয়েছে কংক্রিটের ঢালাই, লোহার ভিম, পিলার ও রডের জোড়াতালি। কয়েক জায়গায় পাটাতনও ভেঙে গেছে, কোথাও ফাঁক হয়ে গেছে। অবশ্য, অনেক আগ থেকেই যানবাহন চলাচল বন্ধ রযেছে এ সেতুতে।
বাহেরচর বাজারের ব্যবাসায়ী আব্বাস হাওলাদার বলেন, ‘সেতুর দুইপাড়ে বাজার, অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাণিজ্যিক কারণে এবং উপজেলা সদরে সহজ যোগাযোগের কারণে সেতুটি খুব গুরুত্বপূর্ণ।’
উপজেলা প্রকৌশলী মিজানুল কবির বলেন, ‘অনুর্ধ্ব ১০০ মিটার ব্রিজ (সেতু) প্রকল্পে এ ব্রিজের নাম পাঠানো হয়েছে। প্রজেক্টে অনুমোদন হলে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হবে।’
এমকে