সরকার হটাতে গণঅভ্যুত্থান নিয়ে দিবাস্বপ্ন দেখছে বিএনপি। কারন জনগণ তো দূরে থাক, তাদের কর্মীরাই এখন মাঠে নামে না নেতৃত্বের প্রতি আস্থাহীনতার কারণে।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৩ আগস্ট) জাতির পিতার হত্যাকাণ্ড, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার ষড়যন্ত্র শীর্ষক আলোচনা সভায় এ প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়ালি এ সভার আয়োজন করে দলটির মহিলা ও শিশু বিষয়ক উপ-কমিটি। এর আগে রোববার জাতীয় প্রেসক্লাবে এক সভায় মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারে হটাতে হলে গণঅভ্যুত্থানের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারকে ব্যর্থ ও ফ্যাসিবাদি উল্লেখ করে নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান মির্জা ফখরুল।
প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের আরো বলেন- ক্ষমতাকেন্দ্রিক সুবিধাবাদী রাজনীতি ও লুটপাটে বিশ্বাসী বিএনপি। সরকার নয়, বিএনপিই জনবিচ্ছিন্ন। আর এ বাস্তবতা বোঝার সক্ষমতা তারা হারিয়েছে। বাংলাদেশের জন্মের চেতনার সঙ্গে আওয়ামী লীগ নিবিড়ভাবে সম্পৃক্ত- যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. সুলতানা শফি। বক্তব্য দেন- দলটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক প্রমূখ।
এমকে