মন্তব্য
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় একটি বিষধর সাপের কামড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মারা যাওয়া জননী হলেন পাঠাকাটা ইউনিয়নের জাঙ্গীয়ারপাড় এলাকার বাসিন্দা আয়াতুল্লার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৫)।
নিলুফা ইয়াসমিনের পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকালে নিজেদের গোয়ালঘরে পাটখড়ি রাখতে গেলে সাপটি তাকে কামড় দেয়। তার চিৎকারে এগিয়ে ঘটনাস্থলে যায় স্বজনেরা।এরপর তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নকলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তারিকুল ইসলাম/এমকে