গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১১৭ জন মারা গেছেন।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭১৭ জনের। শনাক্তের হার ১৫ দশমিক ৫৪।আর সুস্থতা ফিরে পেয়েছেন আট হাজার ৯৮২ জন করোনা রোগী। সোমবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনের। এর মধ্যে মারা গেছেন ২৫ হাজার ৩৯৯ জন। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৬টি।শনাক্তের হার ১৬ দশমিক ৯০।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ৩৭ হাজার ৩১৭টি,পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৭৮৯টি। মৃতদের মধ্যে পুরুষ ৫৩ জন আর নারী ৬৪ জন। বিভাগের মধ্যে ঢাকার ৪০ জন, চট্টগ্রামের ২৯ জন, রাজশাহীর ১০ জন, খুলনার ১১ জন, বরিশালের একজন, সিলেটের ১৩ জন, রংপুরের নয় জন ও ময়মনসিংহের চার জন। সরকারি হাসপাতালে ৯৭ জন, বেসরকারি হাসপাতালে ১৭ জন ও বাড়িতে তিন জন মারা গেছেন ।
এমকে