মন্তব্য
আগামী ডিসেম্বরের মধ্যেই পরিষদের মেয়াদ শেষ হওয়া বাকি সব ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। ভোট হবে কুমিল্লা-৭ শূন্য আসনের উপনির্বাচন, নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচনেরও। কোনটার নির্বাচন কবে- সে বিষয়ে সিদ্ধান্ত হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় কমিশন সভায়। সোমবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সেখানকার মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়।ইসি সচিব জানান, সাড়ে ৪ হাজার ইউনিয়নের মধ্যে ২০৪টিতে ভোট হয়েছে।বাকিটা করোনা উদ্ভূত পরিস্থিতির কারণে এতদিন স্থগিত ছিল।আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজারের মতো ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।
এমকে