ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন ৬৫ বয়সের এক বৃদ্ধ

২৩ অগাস্ট ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

ময়লা ফেলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশি পরিবারের মধ্যে শুরু হওয়া ঝগড়া থামাতে গিয়ে প্রাণ হারালেন আব্দুল মালেক (৬৫) নামের এক বৃদ্ধ। এ ঘটনায় পুলিশ আনোয়ারা বেগম আনুকে (৪০) নামের এক নারীকে আটক করেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকায়  ঝগড়ার এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝগড়ার সময় এক প্রতিবেশি পরিবারের  হয়ে ৭/৮ জন যুবক অপর প্রতিবেশি পরিবারকে মারধর করতে থাকে। এ সময় আব্দুল মালেক তাদের নিবৃত্ত করতে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় রক্তাক্ত জখম হওয়া আব্দুল মালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল মালেকের পরিবারে সদস্যরা অভিযোগ করেন- ঘটনার সময় উপস্থিত থাকলেও মারধরে জড়িতদের বাধা দেয়নি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আশিক বলেন, নিহতের লাশ চমেক হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার পর এলাকায় উক্তেজনা ছড়িয়ে পড়লে মারধরে জড়িতরা পালিয়ে যায়। খুলশি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

দিলীপ কুমার তালুকদার/এমকে


মন্তব্য
জেলার খবর