সামনের জুনের মধ্যে পদ্মা সেতুতে চলবে যান

২৩ অগাস্ট ২০২১

আগামী বছরের জুনের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, এ সেতুর  রোডওয়ে স্লাবের সবগুলোই স্থাপনের কাজ শেষ হয়েছে। অক্টোবরের শেষের দিকে  শুরু হবে কার্পেটিংয়ের কাজ। সোমবার জাতির পিতার হত্যাকাণ্ড, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান। জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়ালি এ সভার আয়োজন করে দলের মহিলা বিষয়ক উপ-কমিটি।

এ সেতু প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, মূল সেতুর ৯৪ দশমিক ২৫ শতাংশ ও নদীশাসনের ৮৪ দশমিক ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সার্বিক অগ্রগতি হয়েছে ৮৭ দশমিক ২৫ শতাংশ। রোডওয়ে স্লাব দুই হাজার নয়শ’ সতেরটি। আর এ স্লাব বসানের মধ্য দিয়ে পদ্মার দুই পাড়ের রাস্তার সংযোগ স্থাপিত হলো- যোগ করেন সেতুমন্ত্রী।

এমকে


মন্তব্য
জেলার খবর