গত শিক্ষাববর্ষের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ রোববার (১৩ ফেব্রুয়ারি)। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের ঘোষণা দেবেন। তার আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলের সার-সংক্ষেপ হস্তান্তর করবেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। সেখানে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর সংবাদ সম্মেলনে ফল সম্পর্কে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী।
এর আগে ১০ ফেব্রুয়ারি ফল প্রকাশের এ দিন নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে এবার নির্ধারিত সময়ের চেয়ে বেশ কয়েক মাস পিছিয়ে এ পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর, শেষ হয় ৩০ ডিসেম্বরে। পরীক্ষায় সর্বমোট ১৪ লাখ ১৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়, সব বিষয়ের পরীক্ষাও হয়নি। শুধু বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হয়েছে। এ তিন বিষয়ের প্রাপ্ত নম্বর ও বাকি বিষয়ে এসএসসি ও জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সাবজেক্ট ম্যাপিং’ করে গ্রেডিং দিয়ে ফল তৈরি হয়েছে। এবার একমাসের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশের ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু বিদেশের কেন্দ্র থেকে পরীক্ষার উত্তর আসতে বিলম্ব হওয়ায় ফল তৈরিতেও বিঘ্ন ঘটে।
জানা গেছে, পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি নিজের শিক্ষাপ্রতিষ্ঠান, মোবাইলে ক্ষুদে বার্তা (এসএমএস) ও সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডর ওয়েবসাইট (অনলাইন) থেকেও পরীক্ষার ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএসের মাধ্যমে ফল জানতে খরচ আছে, প্রতি এসএমএসর জন্য খরচ হবে ২ টাকা ৬৭ পয়সা।
এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফল পেতে HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে। যেমন- HSC DHA 123456 2022 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। একইভাবে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে হবে ১৬২২২ নম্বরে। আর টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিতে ১৬২২২ নম্বরে। অনলাইনে ফল পেতে ব্রাউজ করতে হবে http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে।
এমকে