গাছে ঝুলছিল কনস্টেবল, সৎকারে অপারগতা প্রকাশ পুরোহিতের !

২৩ অগাস্ট ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

রাঙামাটির মানিকছড়ি আরশীরগর পুলিশ ক্যাম্পের অদুরে গাছে ঝুলন্ত  জয় দে (২৩)  নামের পুলিশের এক  কনস্টেবলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার  দুপুরে লাশটি উদ্ধার করা হয়।তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ। এদিকে তার লাশ সৎকারে অপারগতা প্রকাশ করেছেন স্থানীয় এক পুরোহিত। আত্মহত্যার বিষয়ে ধর্মীয় বিধিনিষেধের কারণ দেখিয়ে  পুরোহিত এ অপারগতা প্রকাশ করেন বলে জানায় পুলিশ। তার আগে ময়নাতদন্ত শেষে লাশ রাউজানে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বলেন, সকাল ৭টায় রোল কলের সময় জয় দে অনুপস্থিত থাকায় খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে ক্যাম্প সংলগ্ন একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।  প্রেমঘটিত কারণ বলে মনে হচ্ছে।

জানা গেছে, জয় দে’র লাশ সৎকারের জন্য তার পরিবারের সদস্যরা  স্থানীয় পুরোহিত  রূপক চক্রবর্তীকে  ফোন দেন। এসময় পুরোহিত তাদের জানান, আত্মহত্যায় মৃত্যুবরণকারীর লাশ সৎকার করলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, তাই আসতে পারবেন না। জয় দে’র মা রূপসী দে বলেন, আমার ছেলে গত পরশু ৫ মিনিটের জন্য বাড়িতে এসেছিল। আমাকে দেখে চলে যায়। কিছু খায়নি। আত্মহত্যার বিষয়ে বা কোন কষ্টের কথা শেয়ার করেনি। তাই কি কারণে আত্মহত্যা করেছে তা জানি না। তবে তিনি তার ছেলের প্রেমের ব্যাপারে কিছু জানেন না বলে জানান।

রাউজান থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, আত্মহত্যা করায় পুরোহিত প্রথমে আসতে চায়নি। পরে আরেকজন পুরোহিত পাঠাবেন বলে জানিয়েছে।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর