চাহিদা পরিমাণ টিকা সরকারের হাতে না থাকায় করোনার গণটিকা কার্যক্রম এ মুহূর্তে আর চালানো যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, টিকা যে পরিমাণ হাতে থাকবে, সেভাবে দেয়া হবে। যখন টিকা আসবে, তখন নিবন্ধন (সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে) করেই টিকা নিতে হবে সবাইকে।সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামীতে গণটিকা কথাটাই থাকবে না। লম্বা লম্বা লাইন দাঁড়িয়ে, হুড়োহুড়ি করে টিকা নেয়ার প্রয়োজন নেই। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে। এ মাসে কিছু টিকা আসবে, সেপ্টেম্বরের মধ্যে আরো ৬০ লাখ টিকা পাওয়া যাবে ফাইজারের।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমেও পাওয়া যাবে ১০ লাখ ডোজ টিকা - যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
এমকে