মন্তব্য
আফগানিস্তান থেকে নির্ধারিত সময়ের মধ্যেই হাজার হাজার লোকজনকে সরিয়ে আনা সম্ভব হবে। আশা করছি সরিয়ে আনার সময় সীমা আর বাড়াতে হবে না।আগামী ৩১ আগস্টের মধ্যেই প্রত্যাহার কাজ শেষ করতে চাই।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন আশা প্রকাশ করে বলেন, আমরা দেখছি কি করতে পারি। তালেবানের কাবুল দখলের পর এ পর্যন্ত বিমানবন্দর থেকে ২৮ হাজার লোকজন সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
তালেবানের দেওয়া প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতার বিষয়ে জো বাইডেন বলেন, আমি কাউকেই বিশ্বাস করি না। তালেবানকে মৌলিক সিদ্ধান্ত নিতে হবে। তালেবান যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করে কিনা আমরা দেখব।
বিবিসি ও এনডিটিভি