মন্তব্য
আফ্রিকার দেশ তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান নারী ফুটবলারদের বুক নিয়ে এক মন্তব্যের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
আঞ্চলিক এক টুর্নামেন্টে জয়ী তানজানিয়ার পুরুষ যুব ফুটবল দলের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিতর্কিত মন্তব্য করেন।
তিনি বলেন, নারী ফুটবলারদের বুক সমতল এবং তার বিয়ের পাত্রী হিসেবে আকর্ষণীয় নয়। যাদের বক্ষদেশ সমান, আপনি নিশ্চয়ই ভাববেন, এরা কি পুরুষ না কি নারী? মেয়েদের যা কিছু পুরুষরা পছন্দ করে, তাদেরতো সেগুলো বিলীয়মান।