অব্যাহত রেকর্ডের ধারা

২৪ অগাস্ট ২০২১

দিনকে দিন চাঙা হচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কয়েক দিন ধরে প্রায় প্রতিদিনিই কোনো না কোনো খাতে সৃষ্টি হচ্ছে নতুন রেকর্ড। আবার রেকর্ডের ধারাও অব্যাহত থাকছে কোনো কোনো খাতে। বেশি রেকর্ড সৃষ্টি হচ্ছে সূচক, লেনদেন ও বাজার মূলধনে।সিংহভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বাড়ায় সৃষ্টি হচ্ছে এসব রেকর্ড।

এদিকে রোববারের ধারাবাহিকতায় সোমবারও তিনটি সূচকেই ও বাজার মূলধনে রেকর্ড হয়েছে। সোমবার ডিএসইএক্স সূচক ২০ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৮৬২ দশমিক ৪১ পয়েন্টে, ডিএসইএস সূচক সাত দশমিক ৬০ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৮৭ দশমিক ৩২ পয়েন্টে ও ডিএস৩০ সূচক আট দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৫৯ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। বাজার মূলধন এক হাজার ৯৩১ কোটি টাকা বেড়ে দাঁড়ায় পাঁচ লাখ ৫৬ হাজার ৩৭০ কোটি টাকায়।

রেকর্ড সৃষ্টির আগের দিনে বাজার মূলধন বেড়েছিল চার হাজার ৭১৭ কোটি টাকা,মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৫৪ হাজার ৪৩৯ কোটি টাকায়।আর ডিএসইএক্স সূচক ৮১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৮৪২ দশমিক ২৩ পয়েন্টে, ডিএসইএস সূচক ১৮ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৭৯ দশমিক ৭২ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ২৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৫১ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছিল।

এদিকে সোমবার লেনদেন হয় মোট ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টির,কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত ছিল বাকি ২৭টির। আগের দিনে তুলনায় লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেন হয় দুই হাজার ৭৭৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।  লেনদেন টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষে উঠে ।

এমকে


মন্তব্য
জেলার খবর