পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

২৪ অগাস্ট ২০২১

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে গরুবাহী পিকআপের ধাক্কায় মোহাম্মদ লোকমান আলী শেখ (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছে মোটরসাইকেলের পিছনে থাকা এক আরোহী। সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে খুলনা মোংলা মহাসড়কের শ্যামবাগাত নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

মোহাম্মদ লোকমান আলী শেখ রামপাল উপজেলার উজলপুর গ্রামের লিয়াকত আলী শেখের ছেলে। আহত আরোহীর নাম পরিচয়  জানা যায়নি।তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার এসআই জয়ন্ত কুমার দাস বলেন, কাটাখালিগামী একটি গরুবাহী পিকআপ মোংলাগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের ফকিরহাট হাসপাতালে নিয়ে গেলে চালককে  চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

 

নূরুজ্জামান শেখ/এমকে

 


মন্তব্য
জেলার খবর