মন্তব্য
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪ (জামালপুর)। সোমবার রাতে ধনাকুশা (পশ্চিমপাড়া) গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি নাম লোকমান হাসান (২৮), ধনাকুশা (পশ্চিমপাড়া) গ্রামের জনৈক মমতাজ উদ্দিনের ছেলে সে। সে তক্ষক কেনাবেচায় জড়িতে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তক্ষকগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয় সেখানে। র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, রাতেই বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আটক ব্যক্তির নামে মামলা করা হয়েছে। জব্দকৃত তক্ষকগুলোসহ তাকে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।
তারিকুল ইসলাম/এমকে