দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৪ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জনের।শনাক্তের হার ১৫ দশমিক ১২। সুস্থতা ফিরে পেয়েছেন ৮ হাজার ৯০৭ জন করোনা রোগী।মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৫ হাজার ৫১৩ জন। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন। ৮৭ লাখ ২১ হাজার ১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৮৯।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ৩৪ হাজার ২২৯টি, পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ৭০৮টি। মৃতদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং নারী ৫৮ জন। বিভাগের মধ্যে ঢাকায় ৪২ জন, চট্টগ্রামে ২৯ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ১৩ জন, বরিশালে ৫ জন, সিলেটে ৯ জন, রংপুরে ৬ জন এবং ময়মনসিংহে ৪ জন। সরকারি হাসপাতালে ৮৭ জন, বেসরকারি হাসপাতালে ২৪ জন এবং বাসায় ৩ জন মারা গেছেন।
এমকে