জাতীয় সঙ্গীত অবমাননা, ৫ টিকটক নির্মাতা আটক

২৪ অগাস্ট ২০২১

বগুড়া প্রতিনিধি:

নিজেদের তৈরি টিকটক ভিডিওতে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ বগুড়ায়  ৫ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সোমবার রাতভর জেলার বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছে-  মো. মিশকাত হোসেন, মো. নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন, মো. আরিফ আলী। বগুড়া শহরের মালতীনগর স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে তারা। ভিডিওতে জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে উপস্থাপন করা হয়। এসব তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

 

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর