রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের দাফন সম্পন্ন

২৪ অগাস্ট ২০২১

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সোমবার (২৩ আগস্ট) বিকালে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এ বীর মুক্তিযোদ্ধা মারা যান ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।।

নামাজে জানাযার আগে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেন- শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন প্রমুখ।জানাযা নামাজ শেষে কায়দা বাজারদী গোরস্থানে সমাহিত করা হয়।

প্রসঙ্গত, মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। নকলা হাজী জালমামুদ কলেজের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন এ রাজনীতিক।

 

তারিকুল ইসলাম/এমকে

 


মন্তব্য
জেলার খবর