বাগেরহাট প্রতিনিধি:
অবিশ্বাস্য মনে হলেও সত্য বাগেরহাটে একটি মাছ বিক্রি হয়েছে ৪৮ হাজার টাকায়! মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে শহরের কেবি বাজারে ১০ মণ ওজনের বিশালাকৃতির মাছটি বিক্রি হয় উন্মুক্ত ডাকের মাধ্যমে।
অনুপ কুমার বিশ্বাসের আড়ৎ থেকে যৌথভাবে ‘শাপলাপাতা’ প্রজাতির মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী জাফর ও জাকির সরদার।পরে তারা মাছটি কেটে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করেন খানজাহান আলী মাজার মোড় সংলগ্ন বাজারে। মাছটি দেখতে ভীড় জমায় স্থানীয়রা। ৫ দিন আগে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পরে এ মাছ
ভোক্তাদের একজন কেরামত আলী বলেন, মাইকে ১০ মণ ওজনের মাছ বিক্রির কথা শুনলাম। বাজারে এসে ২ কেজি কিনলাম। পুরো মাছ দেখতে পারিনি। আড়তদার অনুপ কুমার বিশ্বাস বলেন, পাথরঘাটার মাছ ব্যবসায়ী মাসুম কোম্পানির জেলেদের জালে মাছটি ধরা পরে। এতো বড় মাছ খুব কম পাওয়া যায়।
মাছ ব্যবসায়ী জাকির বলেন, “শাপলাপাতা” মাছ খুবই সুস্বাদু। এক থেকে তিন মণ ওজনের মাছ প্রায়ই পাওয়া যায়, যেগুলো খুচরা বাজারে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়।এ মাছটি অনেক বড়, তাই ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছি।
নূরুজ্জামান শেখ/এমকে