দায়িত্ব নিয়েই ঐক্যের আহবান জানালেন হেফাজতের নয়া আমির

২৪ অগাস্ট ২০২১

দায়িত্ব নিয়েই বিভক্ত হেফাজতে ইসলামের নেতাদের ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন সংগঠনটির নয়া আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।আমির হওয়ার পরে মঙ্গলবার প্রথমবারের মতো  এক বিবৃতিতে এ আহবান জানান। ১৯ আগস্ট রাতে আমির হিসেবে মুহিব্বুল্লাহ বাবুনগরী নাম ঘোষণা করে বর্তমান মজলিসে শুরা ও কার্যকরী পরিষদ।

তৌহিদি জনতার উদ্দেশ্যে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, সব ধরনের ভেদাভেদ ভুলে মুরুব্বিদের পরামর্শে আগের মতোই সম্মিলিতভাবে হেফাজতে ইসলামের হাতকে মজবুত করতে হবে সবাইকে। এভাবে কাজ করলে মুসলিম জনতার  আশা পূরণ করতে পারবে হেফাজত।তিনি জানান, হেফাজত ছেড়ে কিছু নেতা (তৎকালীন) চলে গেছেন বলেই হেফাজতে ইসলাম চলে যাবে- এটা হওয়া উচিত নয়। প্রাণ থাকা পর্যন্ত ব্যক্তি, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামী চিন্তা-চেতনা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার মেহনত চালিয়ে যেতে হবে।

নিজের সম্পর্কে মুহিব্বুল্লাহ বাবুনগরী  বলেন, আমি অনেক অসুস্থ, তাই আমার পক্ষে এ মহৎ দায়িত্ব পালন করা খুবই কঠিন। কিন্তু আমির হিসেবে তার নাম ঘোষণা করায় সংশ্লিষ্ট সবার সুপরামর্শে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ১৯ আগস্ট চট্রগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী মারা যান। মরহুমের নামাজে জানাযার আগমুহূর্তে আমিরের পদশূন্যতা পূরণে মুহিব্বুল্লাহ বাবুনগরী নাম ঘোষণা করা হয় আমির হিসেবে।

এমকে


মন্তব্য
জেলার খবর