মন্তব্য
গত ২৪ ঘণ্টায় দেশে ২৫৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন একজন ডেঙ্গু রোগী।সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে চলতি আগস্ট মাসে- সব মিলে ৫ হাজার ৯১৭ জন । আর চলতি বছরে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৮ হাজার ৫৭৫ জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্যে এসব জানা গেছে।
কন্ট্রোল রুমের হিসাবে, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকায় আছেন ২১২ জন, বাকি ৪৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। বর্তমানে এক হাজার ৭৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৯৮৮ জন ঢাকায় ও বাকি ৮৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে আছেন। চলতি বছরে হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পেয়েছেন ৭ হাজার ৪৫৮ জন। ডেঙ্গুতে মারা গেছেন ৩৮ জন।
এমকে