টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে কিউই শিবিরে দুঃসংবাদ

২৪ অগাস্ট ২০২১

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আজ দুপুরে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে কিউইরা। এরই মধ্যে নিউজিল্যান্ড শিবিরে এলো দুঃসংবাদ। দলের ব্যাটসম্যান ফিন অ্যালেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকায় পা রাখার পর তার করোনা পরীক্ষার রিপোর্ট এলো।

 

আজ মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেট টিম আসলেও গত শুক্রবার এসেছিলেন অ্যালেন ও আরেক ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম। ওই দিনই তারা করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। আজ সে পরীক্ষার ফলাফল দেয়া হয়। এতে করোনা পজেটিভ আসে ফিন অ্যালেনের। এর ফলে তাকে আইসেলেশনে থাকতে হচ্ছে। করোনা নেগেটিভ না আসা অবদি দলে যোগ দিতে পারবেন না।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী মাসের ১ তারিখ থেকে মাঠে নামবে বাংলাদেশ। বাকী ম্যাচগুলো যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো বিকাল ৪টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর