বিপিএলে টিকে থাকার ম্যাচে কুমিল্লাকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা। খুলনার জয় আর কুমিল্লার হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো মিনিস্টার ঢাকার।
কুমিল্লার দেয়া ১৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন মেহেদি হাসান ও আন্দ্রে ফ্লেচার। ১৮২ রানের অনবদ্য জুটি গড়ের খুলনার এ দুওপেনার। ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান ফ্লেচার।
৫৯ বলে এই শতকের দেখা পান ক্যারিবিয় এ ব্যাটার। শেষদিকে এসে মঈন আলীর শিকার হন মেহেদি হাসান। ৪ ছক্কা ও ৬ চারে ৪৯ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এরপর ব্যাট করতে নেমেই এক রান নিয়ে দলকে জেতান সৌম্য সরকার। অপরপ্রান্তে থাকা ফ্লেচার ৬ ছক্কা ও ৬ চারে ৬২ বলে ১০১ রান নিয়ে অপরাজিত থাকেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন ৭ রানে এবং মুমিনুল হক আউট হয়ে যান ৭ রান করে। ৩১ রানে দুই উইকেট পড়ার পর মাহমুদুল হাসান জয় ও ডু প্লেসি মিলে জুটি গড়েন। ৪৮ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন দু’জন।
২৭ বলে ৩১ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। মইন আলি আউট হন মাত্র ৮ রান করে। এর মধ্যেই ঝড় তোলা ডু প্লেসি আউট হন ৫৪ বলে ১০১ রান করে। ১২টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। মহিদুল ইসলাম অঙ্কন অপরাজিত থেকে যান ২০ রান করে। সুনিল নারিন অপরাজিত থাকেন ১ রানে।