গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায়। শনাক্ত হয়েছে এক হাজার ১৪৬ জন। করোনা রোগে ভুগে এ সময়ে মারা গেছেন একজন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর এক হাজার ১৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মাঝে একদিনে এত বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়নি। শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টাসহ সার্বিক করোনা পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় পাঁচ দশমিক ৬৭ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মোট আক্রান্তের মধ্যে জন সুস্থ হয়েছেন ১৭০ জন। নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৮৯০টি, পরীক্ষা হয়েছে ২০ হাজার ২০৪টি।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৯৮ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৬ লাখ ৩০ হাজার ৫৪০টি। শনাক্তের হার ১৩ দশমিক ৬৮।
এমকে