মন্তব্য
২০২২ সালের বসন্তে যুক্তরাষ্ট্র কোভিড মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে বলে আশা করছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।
আরও বড় পরিসরে টিকাদান কর্মসূচি চালানোর জন্য কোভিড টিকার পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হলে এবং এখনও বাকি থাকা আট থেকে নয় কোটি নাগরিককে টিকার আওতায় আনা গেলে এই আশা বাস্তবায়িত হবে বলে মনে করেন তিনি।
স্বাস্থ্য বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ উপদেষ্টা ফাউচি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজজেস এর প্রধান।
সিএনএন, এমএসএনবিসি, রয়টার্স ও এনবিসি নিউজ