সূচক ও বাজার মূলধনে ফের রেকর্ড, কমেছে লেনদেন

২৫ অগাস্ট ২০২১

আগের দিনের ধারাবাহিকতায় তিন সচূকের সঙ্গে বাজার মূলধনে রের্কড হয়েছে। তবে কমেছে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ। লেনদেন হয় ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির,কমেছে ১৩১টির আর  অপরিবর্তিত ছিল বাকি ৩২টির । মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)‘র পরিস্থিতি  ছিল এমনই।

এদিন ডিএসইএক্স সূচক ২২ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৮৮৪ দশমিক ৬৭ পয়েন্টে ডিএসইএস সূচক সাত দশমিক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৯৪ দশমিক ৪৮ পয়েন্টে ও ডিএস৩০ সূচক তিন দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৬৩ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করায় সৃষ্টি হয় এ রের্কড। বাজার মূলধন বাড়ে দুই হাজার ৩৩২ কোটি টাকা, দাঁড়ায় পাঁচ লাখ ৫৮ হাজার ৭০২ কোটি টাকায়। আগের দিনের তুলনায় লেনদেন কমে ১১ কোটি ৯১ লাখ টাকা, লেনদেন হয় দুই হাজার ৭৬২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেনে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড শীর্ষে উঠে আসে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর