১০ কিলোমিটার যাতায়াতে চালক-যাত্রীদের ভোগান্তি

২৫ অগাস্ট ২০২১

দীপক সরকার, বগুড়া:

দীর্ঘদিন সংস্কারের অভাবে বগুড়ার গাবতলী উপজেলার সোনারায়-ডাকুমারা সড়কের ১০ কিলোমিটারের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ছোটবড় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব খানাখন্দে পানি জমে যায়।ফলে কাদা-পানির মধ্যে দিয়ে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় বিভিন্ন যানবাহন ও যাত্রীদের।এতে ঝাঁকুনিতে ভোগান্তি বাড়ে যাত্রীদের।

খোঁজ নিয়ে জানা গেছে, এ সড়ক দিয়েই জেলা শহর ও অন্যান্য এলাকায় যাতায়াত করে এ উপজেলার মানুষ। ডাকুমারায় গরুর সবচেয়ে বড় হাটেও যেতে হয় এ পথে। হাটটি থেকে মোটা টাকার রাজস্ব আদায় হয়। তাছাড়া সড়কের আশপাশে থাকা হাট-বাজার, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতে এ পথ মাড়াতে হয়।

খুপি গ্রামের আলেক উদ্দিন, কালু মেম্বার, জহুরুল ইসলাম, ফুলমিয়া, উজগ্রামের লেবন চৌধুরী, লাংলু এলাকার রফিকুল ইসলাম জানান, সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী-ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সোনারায় ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মফিদুল ইসলাম ও দক্ষিণপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল জানান, সোনারায়-ডাকুমারা সড়কটি দ্রুত সংস্কার করা না হলে উত্তর গাবতলীর লাখো মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

গাবতলী উপজেলা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী রিপন কুমার সাহা বলেন, সোনারায়-ডাকুমারা ১০ কিলোমিটার সড়কে সোনারায় থেকে দেড় কিলোমিটারের কাজ হয়েছে। ডাকুমারা থেকে দেড় কিলোমিটারের কাজ আগামী ডিসেম্বরে হবে। বাকি কাজ প্রক্রিয়াধীন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ বলেন, উপজেলার বেহাল অবস্থার সড়কগুলোর সংস্কার অব্যাহত রয়েছে। আগামী দুই বছরের মধ্যে কাজগুলো শেষ হবে। গাবতলী উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলে সোনারায়-ডাকুমারা সড়ক সংস্কারে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর