গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৪ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৯৬৬ জনের। শনাক্তের হার ১৪ দশমিক ৭৬। করোনা থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ৮০৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জনের। এর মধ্যে মারা গেছেন ২৫ হাজার ৬২৭ জন। সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৮৯ হাজার ৫৭১ জন।নমুনা পরীক্ষা হয়েছে ৮৭ লাখ ৫৪ হাজার ৬৫৪টি। শনাক্তের হার ১৬ দশমিক ৮৮।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩৩ হাজার ৩৪৪টি, পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ৬৪০টি। মৃতদের মধ্যে পুরুষ ৬২ জন,নারী ৫২ জন।বিভাগের মধ্যে ঢাকায় ৩৪ জন, চট্টগ্রামে ২৯ জন, রাজশাহী ও খুলনায় ১৩ জন করে, বরিশালে চার জন, সিলেটে নয় জন এবং রংপুর ও ময়মনসিংহে ছয় জন করে আছেন। সরকারি হাসপাতালে ৯২ জন, বেসরকারি হাসপাতালে ১৫ জন এবং বাড়িতে সাত জন মারা গেছেন।
এমকে