ডেঙ্গু পরীক্ষার আহবান স্বাস্থ্য অধিদফতরের

২৫ অগাস্ট ২০২১

চলতি আগষ্ট মাসে বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদফতর। তাই জ্বর হলে শুধু করোনা-ই নয়, এখন ডেঙ্গু পরীক্ষারও আহবান জানিয়েছে তারা। আর এ রোগ থেকে সুরক্ষিত থাকতে তিন দিনের বেশি সময় পানি জমিযে না রাখা, মশারি ব্যবহার করা এবং শিশু-বয়োজ্যেষ্ঠদের শরীর পরিহিত পোশাকে ঢেকে রাখার পরামর্শ দেয়া হয়েছে। বুধবার ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরটির পক্ষ থেকে এ আহবান ও পরামর্শ দেন অধিদফতরটির মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। বুলেটিনে তিনি ডেঙ্গুর পাশাপাশি করোনা পরিস্থিতিও তুলে ধরেন।

নাজমুল ইসলাম বলেন, ঢাকার মগবাজার, নিউ ইস্কাটন, বসুন্ধরা আবাসিক এলাকা, নিকুঞ্জ, মিরপুরের দারুস সালাম, মিরপুর–১০, কাজীপাড়া, নিকেতন, বাসাবো, গোড়ান, সায়েন্স ল্যাবরেটরি, নিউ এলিফ্যান্ট রোড, আর কে মিশন রোড, টিকাটুলি, বনশ্রী, মিন্টোরোড এবং বেইলি রোড এলাকায় ব্রুটো ইনডেক্স (লার্ভার ঘনত্ব অনুযায়ী ) বেশি পাওয়া গেছে। এডিস মশার লার্ভা বেশি পাওয়া গেছে প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিকের বালতি, ফুলের টব, পরিত্যাক্ত গাড়ির টায়ার, রঙের কৌটাতেও।

তিনি জানান, দুই সিটি করপোরেশনের আওতাভুক্ত ১৯টি এলাকায় ব্রটো ইনডেক্স ৪০ ও ৫৬টি এলাকায় ব্রটো ইনডেক্স ২০ বা তার বেশি পাওয়া গেছে। ব্রুটো ইনডেক্স ২০ এর বেশি হলেই তাকে ঝুঁকিপূর্ণ উপস্থিতি বলা যায়। ব্রুটো ইনডেক্সটা হচ্ছে এডিস মশার ঘনত্ব পরিমাপের একক।

চলতি আগস্ট মাসে ৬ হাজার ১৯৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আর চলতি বছরে এখন পর্যন্ত ৮ হাজার ৮৫৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৭২১ জন। এখন পর্যন্ত  ৪০ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এসব জানা গেছে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর