বাড়ি থেকে ১১শ’ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

২৫ অগাস্ট ২০২১

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে ১১শ’ পিস ইয়াবাসহ  কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।বুধবার সকালে পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া গ্রামে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।জব্দ করা ইয়াবাগুলোর আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে অধিদফতরটি। কামাল হোসেন ওই এলাকার ইদ্রিছ আলীর ছেলে। সে মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে তারা।

শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরটির শেরপুর জেলা পরিদর্শক এনামুল হক ও উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান।পরিদর্শক এনামুল হক বলেন, কামাল হোসেনের নামে নালিতাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। নালিতাবাড়ী থানা অফিসার্স ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।

তারিকুল ইসলাম/এমকে

 


মন্তব্য
জেলার খবর