মন্তব্য
প্রয়াত সোভিয়েত ও তালেবানবিরোধী নেতা আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসউদ জানিয়েছেন, আত্মসমর্পণ আর মৃত্যুর মধ্যে আমি মৃত্যুই বেছে নেব। আমি আহমদ শাহ মাসউদের সন্তান, আমার শব্দের ঝুলিতে আত্মসমর্পণ শব্দটিই নেই।
মাসউদ বলেন, আত্মসমর্পণ না করলেও আমরা তালেবানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। তালেবানের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই।
মাসউদ আরো বলেন, আমি আশা প্রকাশ করি, তালেবানরা নারীদের অধিকারকে সম্মান দেখাবে, গণতন্ত্র এবং মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে। তারা এই ব্যাপারগুলো কায়েম করলে তা তালেবানসহ সকল আফগানের জন্যই মঙ্গল বয়ে আনবে।
এএফপি ও রয়টার্স