আগের দিনের তুলনায় লেনদন কমেছে ১৯২ কোটি টাকা, পতন ঘটেছে তিন সূচকের সবগুলোরই। তবে রেকর্ড পরিমাণ বেড়েছে বাজার মূলধন- ৪৮৬ কোটি ২০ লাখ টাকা। লেনদেন হয় ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর কমেছে ১৯৬টির, বেড়েছে ১৫২টির আর অপরিবর্তিত ছিল বাকি ২৬টির।বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)’র পরিস্থিতি ছিল এমনই।
তথ্য বলছে, তিন সূচসের মধ্যে ডিএসইএক্স ৫ দশমিক ৯২ পয়েন্ট কমে ছয় হাজার ৮৭৮ দশমিক ৭৫ পয়েন্টে, ডিএসইএস ১ দশমিক ২৭ পয়েন্ট কমে এক হাজার ৪৯৩ দশমিক ২১ পয়েন্টে ও তিন দশমিক ৮৬ পয়েন্ট কমে দুই হাজার ৪৫৯ দশমিক ৬৯ পয়েন্টে অবস্থান করে ডিএস-৩০।বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৫৯ হাজার ১৮৯ কোটি টাকায়। লেনদেন হয় দুই হাজার ৫৭০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ৭৬২ কোটি ৯০ লাখ টাকা। লেনদেনে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড শীর্ষে উঠে আসে ।
এমকে