সরকারের পদত্যাগসহ নির্বাচন দাবি করলেন ফখরুল

২৬ অগাস্ট ২০২১

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করাসহ একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ দাবি জানান ।জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের নিয়ে এ পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব জানান, আওয়ামী লীগ মুখে বললেও কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনি। তারাই আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বেশি ধ্বংস করছে। জনগণের আশা-আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়েছে। যে গণতন্ত্রের জন্য সবাই লড়াই, সংগ্রাম করেছিলাম তা হরণ করেছে, ধবংস করেছে এবং লুট করে নিয়ে গেছে। ১৯৭২ সালে প্রণয়ন করা সংবিধান কেটে-ছুড়ে তছনছ করে দিয়ে ছদ্মবেশী একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল এবং এখন ছদ্মবেশী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে তারা- আরো যোগ করেন ফখরুল।

১৯৭২ সালের পরে আওয়ামী লীগের হাতে অসংখ্য মুক্তিযোদ্ধার প্রাণ গেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, এখন তারা জিয়াউর রহমানের নামে মিথ্যাচার করছে, অপপ্রচার করছে। খালেদা জিয়ার নামেও অপপ্রচার চালাচ্ছে এবং মুক্তিযুদ্ধের সব আকাঙ্ক্ষাকে পদদলিত করছে।

এমকে


মন্তব্য
জেলার খবর