দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০২ জন মারা গেছেন।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৬৯৮ জনের।শনাক্তের হার ১৩ দশমিক ৭৭।করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৩১৪ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনের।এর মধ্যে মারা গেছেন ২৫ হাজার ৭২৯ জন।সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন।নমুনা পরীক্ষা হয়েছে ৮৭ লাখ ৮৮ হাজার ৭৬৫টি।শনাক্তের হার ১৬ দশমিক ৮৭।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩৪ হাজার ১৬৭টি, পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ১১১টি।মৃতদের মধ্যে পুরুষ ৫২ জন আর নারী ৫০ জন।বিভাগের মধ্যে ঢাকার ৩৭ জন, চট্টগ্রামের ২৪ জন, রাজশাহী ও ময়মনসিংহের পাঁচ জন করে, খুলনার আট জন, বরিশালের ছয় জন, সিলেটের ১৩ জন ও রংপুরের চার জন।সরকারি হাসপাতালে ৭৫ জন, বেসরকারি হাসপাতালে ২৬ জন এবং বাড়িতে একজন মারা গেছেন।
এমকে