প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বয়স্ক দম্পতি

২৬ অগাস্ট ২০২১

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে নিজের বাগানে থাকা সব কাঠের গাছ কাটার সময় প্রতিপক্ষের দেয়া প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতা ভুগছেন বয়স্ক দম্পতি। এ বিষয়ে আইনি সহায়তা পেতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।পাশাপাশি করেছেন সংবাদ সম্মেলন।বৃহস্পতিবার দুপুরে গুরুচরন দুধনই গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঘটনার আদি-অন্ত তুলে ধরা হয়, লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের কর্তা ছানাউল্লাহ আনছারী (৬০)। গত ২৫ আগস্ট বিকালে  গাছ কেটে ফেলা হয়।

ছানাউল্লাহ আনছারী বলেন, জমি দখলের উদ্দেশ্যে  দেশীয়  অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবেশি প্রতিপক্ষরা আমার নিজের বাড়ির পাশে থাকা বাগানটিতে বেআইনিভাবে প্রবেশ করে ও গাছগুলো কাটতে থাকে । আমরা স্বামী-স্ত্রী মিলে বাঁধা দিতে গেলে আমাদের  বেধড়ক মারধর ও মেরে ফেলার হুমকি দেয় তারা। গাছগুলো কেটে ফেলায় আমাদের ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে ঝিনাইগাতী থানায় অভিযোগ দেয়া হয়েছে। তিনি বলেন, ঘটনার পর থেকে আমরা আশঙ্কা করছি- প্রতিপক্ষরা যে কোনো সময় আমাদের ওপর হামলা করতে পারে। তাই অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি। ছানাউল্লাহ আনছারী অসহায়ত্বের কথা জানাতে গিয়ে বলেন, আমাদের ছেলে-মেয়ে দেশের বাইরে থাকেন, স্বামী-স্ত্রী দুজনই বাড়িতে বসবাস করি।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ফায়েজুর রহমান বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। যেখানে ৬জন বিবাদীর নাম উল্লেখ আছে। আমরা বিবাদীদের ধরতে চেষ্টা করছি। শীঘ্রই ধরতে পারবো বলে আশা করি।’

 

তারিকুল ইসলাম/এমকে


মন্তব্য
জেলার খবর