বিগত চার বছর ধরে আমাদের ছেলেরা ভালো খেলছে মন্তব্য করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এখন ছেলেদের জাতীয় দলে অনেক খেলোয়াড়। তারা ধারাবাহিক সাফল্য পাচ্ছে। আমাদের যুব দল বিশ্বকাপ জিতেছে দক্ষিণ আফ্রিকায়। মেয়েরা এশিয়া কাপ জিতেছে। ছেলেরা কিন্তু ত্রিদেশীয় সিরিজ জিতেছে। সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়।
বৃহস্পতিবার বিসিবির বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে ১২০ জন কাউন্সিলরের অংশগ্রহণে রাজধানীর একটি হোটেলে বেলা ১২টায় এ সভা অনুষ্ঠিত হয়।
পাপন আরো বলেন, সাফল্যের ধারাবাহিকতা আমরা দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম শুরু করতে চাই। আমরা পাইলট প্রকল্প হিসেবে চট্টগ্রাম ও সিলেটে আমরা পুরোপুরি তা গঠন করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। তবে আমরা বিভিন্ন জেলায় এ কার্যক্রম শুরু করবো। যদিও অনেক জটিলতা রয়েছে। তবে আশার কথা হলো- দুই জায়গায় করতে পেরেছি।
আরআই