বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়ায় রাত আড়াইটার দিকে সড়কে পাশে কান্নারত এক সদ্য ভূমিষ্ঠ নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (বুধবার দিনগত রাত) উপজেলা সদরের মধ্যপাড়া এলাকা থেকে উদ্ধারের পর থানায় নিয়ে গেলে রাতেই তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এদিকে বৃহস্পতিবার দুপুরে সমাজ সেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়নে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় কৃষক আতিকুর রহমান হাওলাদার বলেন, গভীর রাতে কান্নার শব্দে ঘুম ভেঙ্গে যায় আমার। বাড়ির সামনে রাস্তায় বের হই। ডাক চিৎকারে স্থানীয় আরো কিছু লোক আসেন। বস্ত্রহীন ওই নবজাতক রাস্তার পাশে কাঁদছিল। পরে লুঙ্গি পেচিয়ে নবজাতককে থানায় নিয়ে যাই। ধারণা করছি- ভূমিষ্ট হওয়ার এক দেড় ঘন্টার মধ্যেই বাচ্চাটিকে ফেলে দেয়া হয়েছে। নাড়িকাটা স্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। নবজাতকটি পুরুষ লিঙ্গের।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুরুল আলম বলেন, নবজাতকের ওজন কম। পুরোপুরি সুস্থ্য নয়। তাই উন্নত চিকিকৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে এবং শিশুর অভিভাবকদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।
নূরুজ্জামান শেখ/এমকে