মৌসুমি বায়ুর প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত।এ ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সময় অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট সঞ্চরণশীল মেঘ থেকে দেশের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাতেও। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে- কক্সবাজারে। বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামে ৬৬, ঢাকায় ৬, রাজশাহীতে ১০, ময়মনসিংহে ২৩, সিলেটে ৬, বরিশালে ১৯ রংপুরে ৯ ও খুলনায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মৌসুমি বায়ুর গতি-প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে।
এমকে