ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি ও ২ ম্যাচের টেস্ট খেলতে সে দেশে গিয়েছিল। পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি ও টেস্ট উভয় সিরিজই শেষ হয়েছে। পাকিস্তান ক্রিকেট দল দেশেও ফিরেছে তবে ফেরা হয়নি দলটির প্রশিক্ষক ও সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের। করোনাভাইরাস পরীক্ষায় পজেটিভ আসায় জ্যামাইকাতেই থেকে যে হয়েছে।
তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এতে জানানো হয়েছে, পাকিস্তানের টিমের মধ্যে মিসবাহ উল হক একমাত্র সদস্য যার জ্যামাইকা ছাড়ার আগে দুটি পিসিআর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি দল দেশের উদ্দেশে রওনা দিয়েছে।
মিসবাহ জ্যামাইকাতে তাকলেও তার নিয়মিত খোঁজ খবর রাখছে পাকিস্তান বোর্ড। তাকে আপাতত একটি হোটেলে শিফট করা হয়েছে। সেখানে তাকে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর দুই দফা করোনা টেস্ট করা হবে। সেখানে নেগটিভ আসলে তবেই দেশে ফেরার অনুমতি মিলবে তার।
আরআই