অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান এরদোগানের

২৭ অগাস্ট ২০২১

বিশ্বব্যাপী নিরাপত্তা এবং মানবজাতির ভবিষ্যতের জন্য অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর  আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

এক  ভিডিও বার্তায় তিনি বলেন, সিরিয়া, আফগানিস্তান থেকে বিশ্বব্যাপী মুসলিমরা আজ সঙ্ঘাত, দেশান্তর, দারিদ্র এবং রোগব্যাধির সম্মুখীন। নিজেদের শান্তি এবং কল্যাণের দায়দায়িত্ব মুসলিমদের নিজেদের নিতে হবে।

তিনি আরো বলেন, বিশ্ব এখন মানব ইতিহাসের ইতিহাসের সব থেকে অস্থির সময় পার করছে। মানুষের সুখ কেড়ে নিয়েছে নিরাপত্তার সমস্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং করোনাভাইরাস। পশ্চিমা সমাজে ইসলাম ভীতি ও সাংস্কৃতিক বর্ণবাদ বাড়ছে।

আনাদোলু এজেন্সি


মন্তব্য
জেলার খবর