যেকোনো সময় ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া বলে আশঙ্ক পশ্চিমা দেশগুলোর। এমন পরিস্তিতিতে ইউক্রেন থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। ব্রিটেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপি বলেছেন, সংঘর্ষ শুরু হলে ইউক্রেনে কোনো ব্রিটিশ সেনা থাকবে না। সবাইকে সরিয়ে নেয়া হবে।
এদিকে ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী অস্ত্র উপহার দিয়েছে ব্রিটেন। ইউক্রেনের সেনাদেরকে এসব অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেই সেখানে হয়েছিল ব্রিটিশ সেনা পাঠানো হয়েছিল। তবে এবার উত্তেজনার মধ্যে এসব সেনাকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।
ইউক্রেন থেকে ব্রিটেনের সেনা সরিয়ে নেওয়ার ঘোষণার পর এবার গত বছর মোতায়েন করা মার্কিন সেনাদের ওই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, খুব সতর্কতার সঙ্গে এ সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। আমাদের কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ইউক্রেনে মার্কিন সেনাদের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ বলছে, ইউক্রেনে যেকোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া এ ধরণের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেছে, হামলার কোনো ইচ্ছা তাদের নেই। তবে রুশ সীমান্তের কাছে ন্যাটোর সম্প্রসারণকে হুমকি হিসেবেই মনে করে মস্কো।
সূত্র: পার্সটুডে