আগের দিনের তুলনায় বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৩৪৩ কোটি টাকা। পতন ঘটেছে তিন সূচকের সবগুলোরই। এক হাজার ৬৮০ কোটি টাকা কমেছে বাজার মূলধনের পরিমাণ। সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর কমে যাওয়া এর কারণ। লেনদেন হয় মোট ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ২৫১টির এবং অপরিবর্তিত ছিল বাকি ২০টির।
লেনদেন হয় দুই হাজার ২২৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ২৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে ছয় হাজার ৮৫১ দশমিক ৩২ পয়েন্টে,ডিএসইএস সূচক ৬ দশমিক ০১ পয়েন্টে ও ৬ দশমিক ২৬ পয়েন্ট কমে দুই হাজার ৪৫৩ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করে ডিএস৩০ সূচক। বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৫৭ হাজার ৫০৯ কোটি টাকায়। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনে টাকার অঙ্কে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ও দর বৃদ্ধিতে ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ শীর্ষে উঠে আসে । সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড কোম্পানিটির লেনদেন হয় ৭২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। আর ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ কোম্পানির দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৭ শতাংশ।
এমকে