সূচক ও লেনদেনে পতন

২৭ অগাস্ট ২০২১

আগের দিনের তুলনায় বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৩৪৩ কোটি টাকা। পতন ঘটেছে তিন সূচকের সবগুলোরই। এক হাজার ৬৮০ কোটি টাকা কমেছে বাজার মূলধনের পরিমাণ। সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর কমে যাওয়া এর কারণ। লেনদেন হয় মোট ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ২৫১টির এবং অপরিবর্তিত ছিল বাকি ২০টির।

লেনদেন হয় দুই হাজার ২২৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ২৭ দশমিক ৪৩ পয়েন্ট কমে ছয় হাজার ৮৫১ দশমিক ৩২ পয়েন্টে,ডিএসইএস  সূচক ৬ দশমিক ০১ পয়েন্টে ও ৬ দশমিক ২৬ পয়েন্ট কমে দুই হাজার ৪৫৩ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করে ডিএস৩০ সূচক। বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৫৭ হাজার ৫০৯ কোটি টাকায়। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনে টাকার অঙ্কে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ও দর বৃদ্ধিতে ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ শীর্ষে উঠে আসে । সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড  কোম্পানিটির লেনদেন হয় ৭২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। আর ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ কোম্পানির দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৭ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর