দীপক সরকার, বগুড়া:
বগুড়া-জামালপুর নৌরুটে ফেরি সার্ভিস উদ্বোধনের ১১ দিনের মাথা ২শ’ আসনের সি-ট্রাকের ইঞ্জিন বিকল হয়েছে।ঘটনার চার দিন পেরিয়ে গেলেও বিকল সি-ট্রাকটি এখনো চালু হয়নি।ফলে আগের মতোই নৌকায় ঝুঁকি নিয়ে যমুনা নদী পারাপার হচ্ছেন যাত্রীরা। এতে ভোগান্তি বেড়েছে তাদের, বিশেষত সি-ট্রাক চালুর খবরে যারা বগুড়া, জামালপুরসহ আশপাশের জেলাগুলো থেকে এ রুটে আসছেন।
গত ২৩ আগস্ট যাত্রী নিয়ে কালিতলা ঘাট ছাড়ার পর মাঝনদীতে গিয়ে বিকল হয় সি-ট্রাকটি।২৪ আগস্ট থেকে যাত্রী পারাপার বন্ধ আছে। বিকল হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সি-ট্রাক সার্ভিসের ইজারাদার। এদিকে চালু হতে না হতেই সি-ট্রাক বন্ধ হয়ে যাওয়াটাকে অশনি সংকেত হিসেবেই দেখছেন যমুনার দুই পাড়ের মানুষ। কাঙ্খিত সেবা না পাওয়াসহ নানা বিষয়ে হিসাব-নিকাশ করছেন তারা।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে সরেজমিনে জেলার সারিয়াকান্দি ফেরি ঘাট এলাকায় গিয়ে বিকল সি-ট্রাকটি নৌঘাটে বাধা অবস্থায় দেখতে পাওয়া যায়। ওদিকে খেয়ানৌকা, ভাড়া নৌকা এবং রিজার্ভ নৌকাগুলোতে যাত্রীর অতিরিক্ত চাপ দেখা গেছে। খেয়ানৌকাতে একশ’ এর বেশি যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। মোটরসাইকেলে পরিপূর্ণ ছিল নৌকাগুলো। অতিরিক্ত যাত্রী বহন করায় প্রতিনিয়ত নৌকাডুবির আশঙ্কা রয়েছে। রংপুরের বাসিন্দা আবু সাঈদ নামের একজন বলেন, আমি এবং আমার ছয় সহপাঠিসহ রংপুর থেকে এখানে এসেছিলাম- সি-ট্রাকে ভ্রমণ করতে। এসে জানতে পারলাম- কয়েক দিন ধরে সি-ট্রাক বন্ধ রয়েছে। সারিয়াকান্দি ঘাটে সংগ্রামের নামের একজন বেসরকারী চাকুরীজীবি জানান, আমি জামালপুরের সরিষাবাড়িতে চাকরি করি। আমার বাড়ি সারিয়াকান্দির পারতিত পরল গ্রামে। সি-ট্রাক সার্ভিস বন্ধ থাকায় আমার চলাচলে অনেক অসুবিধা হচ্ছে।
জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালিত শহীদ আবদুর রউফ সেরনিয়াবাত সি-ট্রাকটি উদ্বোধনের পর থেকেই সি-ট্রাক কম যাত্রী নিয়ে চলাচল শুরু করে। সি-ট্রাক সার্ভিসের ইজারাদার জাহিদুল ইসলাম বলেন, ১২ আগস্ট জামথল ও কালিতলা ঘাটের মধ্যে সি-ট্রাকে প্রতিদিন একবার করে যাত্রী পারাপার শুরু হয়। ২৩ আগস্ট নদীতে সি-ট্রাকের ইঞ্জিন বিকল হলে উদ্ধারকারী ফেরি দিয়ে সেটা ঘাটে নেয়া হয়। ইঞ্জিন মেরামত করতে বিআইডব্লিউটিসি নারায়ণগঞ্জ ডাকইয়ার্ড থেকে ম্যাকানিক পাঠিয়েছে। এটি মেরামত করতে আরো দু’দিন সময় লাগবে বলে তিনি জানিয়েছেন।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া জানান, যান্ত্রিক ক্রটির কারণে সি-ট্রাক বিকল হওয়ায় যাত্রী পারাপারে সমস্যা হয়েছে। বিআইডব্লিউটিসি ক্রটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। আশা করি অতিদ্রুতই ঘাটে পারাপার স্বাভাবিক হবে।
এমকে