আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ার চাঁদভা-খিদিরপুর সড়কের বেতীপাড়া মোড় থেকে ভরতপুর-লক্ষণপুর মাদরাসা পর্যন্ত দেড় কিলোমিটারের বেশি অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে খানাখন্দের কারণে। এতে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের, ঘটছে অহরহ দূর্ঘটনা। এলাকাবাসী বলছে, মাছবাহী পিকআপ বেশি চলাচলের কারণে সড়কের এমন দশা। সড়কটি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। তাই সড়কটি দ্রুত সংস্কারের দাবি তাদের।
সরেজমিনে দেখা গেছে, বিএলকে উচ্চ বিদ্যালয়, ভরতপুর বাজার, লক্ষণপুর মাদরাসার সামনে রাস্তা ভেঙ্গে যাওয়ায় যাতায়াতে দুভোর্গ পোহাতে হচ্ছে পথচারীদের। সিএনজি, অটোরিকশা, অটোভ্যান অটোবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে জীবনের ঝুকি নিয়ে। অটোচালক মিজান জানান, আমাদের গ্রামের মধ্য দিয়ে যাওয়া সড়কটিতে দীর্ঘদিন ধরে ছোটবড় গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলে গর্তগুলো পানি জমে আরো বড় গর্তে পরিণত হয়। তাই এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। অটোভ্যান চালক আশরাফুল ইসলাম জানান, জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের। কখনো রাস্তার ওপর, আবার কখনো রাস্তার পাশে ডোবার মধ্যে যাত্রী নিয়ে উল্টে হাবুডুবু খেতে হয়। সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে জানান তিনি।
মাসুদ রানা/এমকে